Image description

দাকোপ বটিয়াঘাটা তথা খুলনা-১ আসনের আ’লীগের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডলের ছেলে দ্বীপ্ত মন্ডল (৩২) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। সে নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামী ছিলো। ১৪ই সেপ্টেম্বর রবিবার সকালে দাকোপ থানা পুলিশ তাকে কোর্টে প্রেরন করে।

পুলিশ সুত্রে জানা যায়, ১৩ই সেপ্টেম্বর শনিবার সাতক্ষিরার ভোমরা বর্ডার দিয়ে ভারত থেকে দেশে আসার পথে ইমিগ্রেশন পুলিশ রাত ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই রাতেই দাকোপ থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। ২০২৪ সালের ২৬ নভেম্বর দাকোপ থানায় দায়ের হওয়া নাশকতা মামলার (মামলা নং ৫) এজাহার নামীয় আসামী হওয়ায় তাকে রবিবার সকালে খুলনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। 

উল্লেখ্য গত ৫ আগষ্ট ২০২৪ সরকার পতনের পর থেকে দ্বীপ্ত মন্ডল ভারতে অবস্থান করছিল বলে জানা যায়। আগামীকাল রাতে দেশে আসতে গিয়ে পুলিশের হাতে আটক হয়।

দাকোপ থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, রাতে তাকে থানায় আনা হয় এবং সকালে তাকে কোর্টে প্রেরনা করা হয়েছে।