Image description

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে মাইক্রোবাসে বহন করা ১৯ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাত ২:১৫ মিনিটের দিকে উপজেলার সোনাপুর মোড় এলাকায় রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে তোফাজ্জেল (৪৫) এবং একই উপজেলার দিঘীরপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে মো. রিজন।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকর জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।