Image description

গাজীপুরের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত শিল্প পণ্য ও বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মাসব্যাপী এ মেলায় শতাধিক স্টলে হরেক রকমের পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত মেলার আকর্ষণীয় গেইট দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। মেলায় নারী উদ্যোক্তা দীপার ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠা স্টল সবার নজর কেড়েছে। এছাড়া খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ফ্রি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সার্ভিস, পানির ফোয়ারা, ৮০ ফিট টাওয়ার লাইটিং মেলাকে আরও আকর্ষণীয় করেছে।

মেলায় বাহারি শোপিস, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিকস সামগ্রী, ক্ষুদ্র ও কুটির শিল্পের ইউনিক স্টল, দেশীয় প্রসিদ্ধ কোম্পানির প্যাভিলিয়ন, গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকান রয়েছে। ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। শিশু ও বড়দের জন্য নাগরদোলা, সামপান, বেবি ট্রেন, ড্রাগন ট্রেন, জামপাড়, হাতি-ঘোড়া, হানি সিং, স্লিপার, ভূতের বাড়িসহ নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে।

মেলায় নামাজের জন্য আলাদা স্থান এবং শিশুদের মাতৃদুগ্ধ পানের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ, মেলা কমিটির ভলান্টিয়ার ও সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।

গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিন বলেন, “মেলা বলতে আমরা সাধারণত লটারি, জুয়া বা অসামাজিক কার্যকলাপ বুঝি। কিন্তু কালিয়াকৈর প্রেসক্লাব লটারি, জুয়া ও মাদকমুক্ত একটি অনন্য বাণিজ্য মেলার আয়োজন করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।”

মেলায় পণ্যের দাম সাধ্যের মধ্যে থাকায় দূর-দূরান্ত থেকে ক্রেতারা প্রতিদিন ভিড় করছেন। এই মেলা এখন অর্থনৈতিক ও বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।