
‘সেবার ব্রতে চাকরি’—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে রাজবাড়ীতে জুন-২০২৫ এর নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে ১৫ জন নারী-পুরুষকে নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিল শেডে নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নিয়োগ প্রক্রিয়ায় মোট ১ হাজার ৭ জন আবেদন করেছিলেন। এর মধ্যে লিখিত পরীক্ষায় ১৬৩ জন অংশ নেন, উত্তীর্ণ হন ২৭ জন। চূড়ান্তভাবে ১৫ জন নির্বাচিত হন এবং ৩ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।
পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, “স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। নির্বাচিতরা সততা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম ধরে রাখবেন।”
নির্বাচিত প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে পুলিশে যোগদানের আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানে জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও নিয়োগ ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Comments