Image description

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মো. সোহেল (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

আলমডাঙ্গা রেলস্টেশনের ডাউন লাইনের সিগনালের কাছাকাছি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ের বাসিন্দা এবং নেপাল আলীর ছেলে তিনি পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।

স্থানীয়দের ধারণা, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। সোমবার রাতেও তিনি মাদক সেবনের উদ্দেশ্যে রেলস্টেশন এলাকায় গিয়েছিলেন। দুর্ঘটনার পর তার ব্যাগে ইনজেকশন পাওয়া গেছে, যা মাদক সেবনের আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে।