Image description

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল কামাল উদ্দিনের মেয়ে তাসলিমা বেগমের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা আত্মসাৎ এর চেক ডিজঅনার মামলা করায় নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের  হুমকির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (০৮/০৯) নবীনগর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স জোবায়ের ট্রেডার্স এর স্বত্বাধিকারী কাওসার আলম শিবু সাংবাদিকদের সামনে এ অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, তাসলিমা বেগম একজন প্রতারক ও অসৎ প্রকৃতির মেয়ে। পাড়া প্রতিবেশীর সুবাদে সমস্যার কথা তুলে ধরে জমি ক্রয়ের কথা বলে ২০২৩ সালের অক্টোবর মাসে দুই মাসের জন্য  ১৫ লক্ষ টাকা হাওলাত নেয়। সময় পেরিয়ে গেলেও টাকা দিতে তাল বাহানা শুরু করে। পরে তাসলিমা বেগম গত ২৪ সালের জানুয়ারি মাসে ব্যাবসায়ী কাউছার আলম শিবুর নামে ১৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করে যার নং ৮১২৫৫৯২ মুদারাবা সঞ্চয়ী হিসাব নং ৩৫৮৯৯। যা পরবর্তীতে গত ২৪ সালের ৩০ জুন মাসে চেকটির ডিজঅনার হয়। এবং ব্যাবসায়ী শিবু তাসলিমার বিরুদ্ধে চেক  প্রতারণার মামলা করলে ক্ষিপ্ত হয়ে প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে দুইটি মিথ্যা মামলা দায়ের করে। ওই মিথ্যা মামলায় ১৫ দিনের কারাবাসে জাবীনে মুক্তি পান শিবু। জামিনে বেরিয়ে আসার পর তাকে নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এই অবস্থায় শিবুর পরিবার চরম আতঙ্কে রয়েছেন। 

তিনি আরো বলেন, "আমি আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু উল্টো আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে। এখনো তাসলিমা বেগম ও তার পরিবারের পক্ষ থেকে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।" আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে নিরাপত্তাসহ ন্যায় বিচার প্রার্থনা করছি। 

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, মোঃ আবুল কাশেমসহ অনেকেই বলেন, শুধু শিবু নয় এমন অনেকের সাথে এরকম ঘটনা ঘটিয়েছে ওই মহিলা। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন হয়রানির ঘটনা আরও বাড়তে পারে।

এ ব্যাপারে তাসলিমা বেগমের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি, খুদে বার্তা পাঠালেও কোন জবাব দেননি তিনি।