
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৮নং হাশিমপুর ইউনিয়নের খাঁনবটতল ওলির পাড়া এলাকা থেকে বনদস্যু মো: সাগর (২৮) কে আটক করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাশিমপুর ইউনিয়নের খাঁনবটতল ওলির পাড়া এলাকায় অভিযান চালিয়ে হাশিমপুর ইউনিয়নের খাঁনবটতল এলাকার আহম্মদ মিয়ার ছেলে বনদস্যু মো: সাগর কে আটক করা হয়।
আটককৃত বনদস্যু সাগরের দেওয়া তথ্য মতে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ২টি একনলা বন্দুক, ১টি দা, ২টি ছুরি ও গানপাউডার উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকাল ৪ টার সময় গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের খাঁনবটতল এলাকার মো: সাগর (২৮) কে আটক করে।তার কাছ থেকে ২টি একনলা বন্দুক, ১টি দা, ২টি ছুরি ও গান পাউডার উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
Comments