কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে অভিযান: বাল্কহেড ও ড্রেজার জব্দ, ১৮ জনকে সাজা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।চরএলাহী, চরফকিরা ও মুছাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ছোট ফেনী ও বামনীয়া নদী থেকে ৭টি বালুবাহী ট্রলার, ৯টি ড্রেজার মেশিন এবং নিউ মক্কা ট্রেডার্স, সেজান এন্টারপ্রাইজ, মদিনা ট্রেডার্স, নোয়াখালী ট্রেডার্স ও জেএসএস ট্রেডার্স নামের ৫টি প্রতিষ্ঠানের কয়েক লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। আটক করা হয় ১৮ জনকে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ২০ দিন এবং অপর ১৭ জনকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। এসময় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিনই নদীপথে চলাচল করছে অসংখ্য বালুবাহী ট্রলার। এগুলোর প্রচণ্ড ঢেউয়ে নদীর তীর ভেঙে বসতঘর ও স্থাপনা ঝুঁকিতে পড়ছে। এছাড়া বাতাসে উড়ে আসা বালুর কারণে শিক্ষার্থী ও পথচারীরা চোখের সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছেন। প্রতিকার চেয়ে একাধিকবার মানববন্ধন করলেও তেমন ফল মেলেনি। সম্প্রতি চরএলাহী ব্রিজসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম বলেন, অবৈধভাবে গড়ে ওঠা বালু মহলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জব্দ হওয়া ট্রলার, ড্রেজার ও বালু প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। আটককৃতদের দণ্ডবিধির ১৮৮ ধারায় কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
Comments