Image description

যশোরের কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জিল্লুর রহমান (২৯) নামে এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার নতুন মুলগ্রাম এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় এক গৃহবধূর দায়ের করা মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় ইজিবাইক চালাতেন। এর আগে একই মামলায় সোমবার (২ সেপ্টেম্বর) রাতে নতুন মুলগ্রাম বাজার থেকে জাহানপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে খলিলুর রহমান (২১) কে গ্রেফতার করে পুলিশ।

কেশবপুর থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রহণ করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং অন্যান্য সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, যশোরের কেশবপুর উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় খলিলুর রহমান (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুলগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।