Image description

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তিনতহরী স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত (৩- ৭ সেপ্টেম্বর) ৫দিনব্যাপী বিহারে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। 

রবিবার সমাপ্ত অনুষ্ঠানে সকালের বিহারে আয়োজন করা হয় উপজেলা বিভিন্ন বিহারে ভান্তেদের ছোয়াই দান, বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। আগত দায়ক- দায়িকারা বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ ফলমূল ও পানীয় দান করেন। মোমবাতি প্রজ্জ্বলন করেন ও ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকাদের উদ্দেশ্য ধর্মদেশনা দেন, স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র বিহাধ্যক্ষ স্মৃতিমিত্র ভিক্ষু। 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, বান্দরবান নিবাসী ও অবসর প্রাপ্ত কাস্টমস অফিসার নুচপ্রু মারমা, চট্টগ্রাম এনবিআর পরিদর্শক মংমেরী মারমাসহ দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন। 

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বহু বছর আগে পূর্ণিমাতে একটি বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই কাহিনি অনুসারে প্রতিবছর পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দিনটি স্মরণ করেন।