
সিরাজগঞ্জ সদরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে রাইস মিলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে মিল মালিকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে পৌনে ৬ টার দিকে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের সোহেল সামি অটো রাইস মিলে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মিল মালিক আব্দুর রশিদ বলেন, ১২ দিন আগে তার মিলে একটি চিরকুট লিখে ঝুলে রাখা হয়েছিল। তাতে লেখা ছিল '১০ লক্ষ টাকা না দিলে মিল ও মালিকসহ একেবারে পোরায়া দিমু'। পরে আতংকিত হয়ে থানায় জিডি করেছিলাম। সেই চিরকুটের লেখাই আজ সত্যি হলো৷ মিলের ১০০ মন ধান, দুই ট্রাক জুট, পানির মোটর ও ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেল। একজন হুমকিও দিয়েছিল। আমি এসব ঘটনায় মামলা করবো।
কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন হোসেন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে ওই মিল মালিকের ঘরে থাকা অনেক ধান ও কাপড়ের জুট পুড়ে গেছে৷
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Comments