Image description

কুয়াকাটা থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-৮৭৭৫) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একজন শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা বাস অবরোধ করেন।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাসটি বেপরোয়াভাবে চালানোর সময় যাত্রীরা চালক মো. জসিমের বিরুদ্ধে আপত্তি জানান। গোপালগঞ্জের বড়ইতলা এলাকায় দুপুর সাড়ে ১টার দিকে পবিপ্রবির অধ্যাপক আসাদুজ্জামান প্রতিবাদ করলে চালক ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলার চেষ্টা করেন। শিক্ষার্থী মুহিব, সাগর ও আরিফ প্রতিবাদ করলে হেলপার শাকিল তাদের প্রাণনাশের হুমকি দেন এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। যাত্রীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে অধ্যাপক ভাঙ্গায় বাস থেকে নামেন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজিত শিক্ষার্থীরা পাগলা মোড়ে ইউনিক পরিবহনের একটি বাস আটকে দাবি জানান, চালক-হেলপার ও মালিকপক্ষ ঘটনাস্থলে এসে দুঃখপ্রকাশ ও দায়ীদের শাস্তি নিশ্চিত না করলে বাস ছাড়া হবে না।

অধ্যাপক আসাদুজ্জামান বলেন, “চালকের বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় সে আমাকে গালাগাল ও হুমকি দেয়। যাত্রীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।”

ইউনিক পরিবহনের জেনারেল ম্যানেজার এম এ মিন্টু বলেন, “চালক জসিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।”