Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে নিজস্ব গোয়েন্দা তথ্য সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১, র‍্যাব-৯ সিলেট এবং জেলা পুলিশ সিলেটের যৌথ অভিযানে সিলেটের গোয়াইনঘাট থানার জাফলং এলাকা থেকে রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ (২৫)-কে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রিয়াজ পরিবারের সঙ্গে জাফলংয়ে বেড়াতে গিয়েছিলেন। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তারের সময় তিনি প্রাইভেটকারে শিশু সন্তানদের রেখে পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।

রিয়াজের গ্রেপ্তারের পর তার ব্যবহৃত অস্ত্র উদ্ধারে র‍্যাব-১১ অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জের মাছিমপুর থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, এই অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও নজরদারির মাধ্যমে অস্ত্রটি শনাক্ত করা সম্ভব হয়েছে।