Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে রিট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলেও আলি হোসেন এখনো হলে অবস্থান করছেন বলে  অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

তিনি বলেন, ‘আমি জহুরুল হক হলে রাতে প্রচারণার জন্য গিয়েছি। সেখানে গিয়ে আমি দেখেছি আলি হোসেন নামের সেই ছেলের অবস্থান এখনো যথাযথভাবে হলে বিদ্যমান রয়েছে।’

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে আবিদুল বলেন, ‘আমাদের বোনদের জন্য দুঃখজনক ব্যাপার, যে বিশ্ববিদ্যালয়ের অর্ধেক নারী শিক্ষার্থী; যারা এই গণ অভ্যত্থানকে আনুষ্ঠানিকতার রূপ দিল আজকে সেই মেয়েরা ৫ আগস্ট পরবর্তী সময়ে এতোটাই অনিরাপদ হয়ে গেছে যে তারা এতোটাই ভয় পায়, সাইবারবুলিংয়ে তাদের ক্ষতি করা হচ্ছে প্রতিনিয়ত। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা সেই নিরাপত্তাটুকু দিতে ব্যার্থ হচ্ছে। আজকে ম্যাসিভ আকারে সাইবার বুলিং হচ্ছে।’