Image description

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত চারজন মারা গেছেন। স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, অতিরিক্ত মদপানে মারা গেছেন তাঁরা। এই ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। 

উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এরই মধ্যে মৃত চারজনের দাফন সম্পন্ন হয়েছে।

মৃতরা হলেন কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

এই ঘটনায় মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, চারজনের মারা যাওয়ার খবর পেয়েছি। তবে প্রশাসনকে অবগত না করেই মরদেহ দাফন করা হয়েছে।