Image description

জাতীয় পার্টি (জাপা) অফিসে হামলা ও আগুন দেওয়ায় নিন্দা জানিয়েছে বিএনপি। শুক্রবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনা গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। দলটি বলছে, ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়। বলা হয়, এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণ-অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কি না বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর। এখানে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের দ্বারা ভয়-ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ২০-৩০ জনের একটি মিছিল কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে প্রবেশ করে। এরপরই হঠাৎ ভাঙচুর শুরু করে তারা। একপর্যায়ে কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়।

এদিকে, জাপা কার্যালয়ে এই হামলা ও আগুনের জন্য গণঅধিকার পরিষদকে দায়ী করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। শুক্রবার রাতে ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শন শেষে শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদের নিবন্ধন বাতিলের দাবি করেন। হামলা ভাংচুরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তিনি।