
ঢাকার ধামরাইয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ ঘন্টায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য থানা পুলিশ সারা থানা এলাকায় দিনে ও রাতে নিয়মিত টহল অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় আদালত কর্তৃত গ্রেফতারী পরোয়ানা কৃত ৯ জন, যুবলীগের ২ জন, মাদক কারবারি ৪ জন ও ডাকাতির চেষ্টা ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য থানার প্রতিটি অফিসার যার যার বিট এলাকায় নিয়মিত ডিউটি পালন করে যাচ্ছে। গত ১২ ঘন্টায় আমরা বিভিন্ন জায়গা থেকে ১৬ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Comments