Image description

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. আল রাফিকে (১১) রবিবার দিনদুপুরে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করলে বিষয়টি জানাজানি হয়।

খাগড়াছড়ি সদর জোনের সেনাবাহিনী ঘটনার পরপরই অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল পানছড়ির মোল্লাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী বাদশা মিয়া (২৮), খাগড়াছড়ি সদরের মোহাম্মদপুরের আব্দুর রহিমের ছেলে,কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে আরেক অপহরণকারী কামরুল হাসান (৩২), পানছড়ির ইটখোলা গ্রামের হানিফ হোসেনের ছেলে,কে গ্রেপ্তার করা হয়।

ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মালেক মিয়া (মালু), খাগড়াছড়ি সদরের মোহাম্মদপুরের আব্দুল মান্নানের ছেলে, এখনো পলাতক রয়েছে। খাগড়াছড়ি সদর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন জানান, পলাতক অপহরণকারীকে গ্রেপ্তারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামীকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা আসামীদের হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।