Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে নারিকেল গাছ থেকে পড়ে নাজিম উদ্দীন মুন্না (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুন্না উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড খাদেমপাড়া গ্রামের মৃত ইসহাক ফকিরের ছেলে। 

খাদেম পাড়া গ্রামের মোঃ রাসেদ জানান, মুন্না রোববার বিকালে অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটার পশ্চিমে পুরাতন ডাকবাড়ির আবুল কাসেমের নারিকেল গাছে  ডাব পারতে ওঠে। এ সময় অসাবধানবশত নারিকেল গাছের ডগায় পা দিলে সে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে মারাত্মক জখম লাগে। পরে স্থানীয় ও স্বজনরা তাকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।