Image description

বিক্ষোভের আগুনে পুড়ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শুধু রাজধানী নয়, প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশটির অন্য এলাকাতেও। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, বৈষম্যসহ নানা কারণে অসন্তোষ নাগরিকদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। সম্প্রতি এক সমাবেশ চলাকালীন পুলিশের গাড়ির ধাক্কায় আফফান নামের একজনের মৃত্যুর পর সেই আন্দোলন আরও বড় আকার ধারণ করেছে।  

সংবাদমাধ্যম ফ্রান্স২৪ বলছে, রাস্তায় নেমে প্রতিবাদ যেমন চলছে, তেমনই দিকে দিকে লুটপাটের ঘটনাও ঘটছে। ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী মুলয়ানি ইন্দ্রাবতীর বাড়ি লুট করেন বিক্ষোভকারীদের একাংশ। শুধু অর্থমন্ত্রী নন, দেশের অনেক আইনপ্রণেতার বাড়িতেও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। চলমান এই বিক্ষোভের জেরে চীন সফর বাতিল করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবয়ো সুবিয়ান্তো।

স্থানীয় সংবাদমাধ্যম কোমপাস বলছে, আজ রোববার সকালে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী মুলয়ানি ইন্দ্রাবতীর বাড়িতে ঢুকে পড়ে এক দল বিক্ষোভকারী। সেই বাড়ি লুট করার মতলব ছিল। কিন্তু নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বাধা পায় তারা। শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘাত। মুলয়ানি ছাড়া ইন্দোনেশিয়ার আরও তিন আইনপ্রণেতার বাড়িতে হামলা চালান বিক্ষোভকারীরা। তবে লুটপাটের বিষয়ে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।