প্রধান উপদেষ্টার স্পষ্টবার্তা, ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন: প্রেস সচিব

আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে বলে স্পষ্টভাবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি বিকল্প কিছু ভাবে তাহলে সেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে।
প্রেস সচিব আরও বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে। দেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে।
এরআগে এদিনই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি। দলগুলোর সঙ্গে নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার।
Comments