চাটখিলে দশঘরিয়া-পানিয়ালা সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া-বাইশসিন্দুর-পানিয়ালা সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। ৯ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেশিরভাগ অংশ খানাখন্দক ও ফাটলে ভরা। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়কে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ছেন। অবৈধভাবে রাতের আঁধারে ভারী যানবাহনে বালু ও মাটি পরিবহনের ফলে সড়কটির ক্ষতি আরও বেড়েছে।
সরেজমিনে জানা যায়, প্রায় চার বছর আগে সড়কটি সংস্কার করা হলেও নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে দুই বছরের মধ্যেই বিটুমিন ও পাথর উঠে গেছে এবং ফাটল দেখা দিয়েছে। পরকোট ইউনিয়নের চেয়ারম্যান বাহার আলম মুন্সীসহ স্থানীয়রা জানান, সঠিকভাবে সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দশঘরিয়া বাজার থেকে বাইশসিন্দুর, ভোলাকোট, টিউরী ও দুর্গাপুর এলাকার অবস্থা সবচেয়ে নাজুক।
গত দুই বছরে এই সড়কে চলাচলের সময় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি দশঘরিয়া টেকনোভিশন কেজি স্কুল ও হলি চাইল্ড কেজি স্কুলের ভ্যানচালক মাইন উদ্দিন, আবদুল মতিন, সাইফুল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী ভ্যান উল্টে আহত হয়েছেন। সড়কের বেহাল দশার কারণে চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
স্থানীয়রা সড়ক ও জনপথ বিভাগের কাছে বারবার অভিযোগ করেও কোনো ফল পাননি। তারা দ্রুত টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগ রামগঞ্জের সহকারী প্রকৌশলী মো. আমির হোসেন বলেন, “ফান্ডের অভাবে সংস্কার কাজ বন্ধ রয়েছে। ফান্ড পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য: এই সড়কের ২.৫ কিলোমিটার চাটখিল উপজেলায় এবং বাকি ৬.৫ কিলোমিটার রামগঞ্জ উপজেলায় অবস্থিত।
Comments