মাদারীপুরে রাতের আধারে মাদ্রাসার ফ্যান চুরি, গরমে কোমলমতি শিশুদের দুর্ভোগ

মাদারীপুরে রাতের আধারে মাদ্রাসার চারটি ফ্যান ও মাদ্রাসা পরিচালনার জন্য ব্যবহৃত একটি ঘন্টা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারের দারুল কোরআন নুরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার টুবিয়া বাজারে অবস্থিত দারুল কোরআন নুরানী মাদ্রাসা
চার বছর যাবত কোমলমতি শিশুদের কোরআন শিক্ষা দিয়ে আসছে। প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসা বন্ধ থাকে সেই সুযোগে রাতে মাদ্রাসায় চোর ঢুকে মাদ্রাসার চারটি ফ্যান ও একটি ঘন্টা চুরি করে নিয়ে যায়। পরে শনিবার সকালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শের জামাল ফকির এসে মাদ্রাসার তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখে মাদ্রাসার ফ্যান ও ঘন্টা চুরির ঘটনা ঘটেছে। এরপর তিনি বাজারের লোকজনদের ডেকে এনে মাদ্রাসায় চুরির ঘটনার কথা জানান।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শের জামাল ফকির বলেন, আমরা কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছি। আমাদের মাদ্রাসায় কোমলমতি শিশুরা কোরআন শিক্ষায় নিজেদের আলোকিত করছে। আমাদের এই মাদ্রাসার ফ্যান ও ঘন্টা চুরি হয়েছে। মাদ্রাসায় ফ্যান না থাকায় শিশুরা গরমে কষ্ট পাচ্ছে। আমাদের এই ফ্যান ও ঘন্টা মানুষের অনুদানের টাকায় কেনা আমরা প্রশাসনের কাছে এই চোরদের ধরে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
Comments