
বগুড়ার শেরপুর-ধুনট সড়কে গত ১৮ দিনে টানা পাঁচটি ছিনতাই ও চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রাত-দিন নিরাপদে চলাচল করতে পারছেন না সাধারণ মানুষ ও পথচারীরা।
প্রথম ঘটনা ঘটে ১২ আগস্ট রাত ১টার দিকে শালফা কলেজপাড়া এলাকায়। ব্যবসায়ী রাশেদুল ইসলাম রূপমের কাছ থেকে ৮,০০০ টাকা, একটি অপ্পো অ্যান্ড্রয়েড ফোন ও একটি আইফোন ছিনতাই করা হয়। ১৯ আগস্ট রাত আড়াইটার দিকে হুসনাবাদ এলাকায় নাসিম মীরের কাছ থেকে ১৯,৮০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একই দিন রাতে বোয়ালকান্দি এলাকায় মাসুদ নামে একজন ছিনতাইকারীদের কবল থেকে বুদ্ধি খাটিয়ে পালিয়ে যান। ২২ আগস্ট বিকেলে শুবলি এলাকায় সেলিম খার মোটরসাইকেল চুরি হয়। সর্বশেষ ৩০ আগস্ট রাতে শালফা বাজারে উপেনের চা স্টল থেকে ২,১০০ টাকা চুরি হয়।
ভুক্তভোগী রাশেদুল ইসলাম রূপম বলেন, “গভীর রাতে ছিনতাইকারীরা আমাকে ঘিরে টাকা ও মোবাইল কেড়ে নেয়। এই সড়কে পুলিশ টহল থাকলেও এত ঘটনা ঘটছে, বিষয়টি মেনে নেওয়ার মতো নয়।”
স্থানীয়রা জানান, ছিনতাই এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। দিনেও নিরাপদ চলাচল সম্ভব হচ্ছে না। তারা পুলিশি টহল জোরদার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল গ্রহণ করেননি।
Comments