নবীনগরকে শিক্ষা ও স্যাটেলাইট শহরে রূপান্তরের স্বপ্ন এডভোকেট মতিনের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুল মতিন নবীনগরকে শিক্ষার শহর ও স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। রবিবার (৩১ আগস্ট) সকালে নবীনগর প্রেসক্লাবের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এডভোকেট মতিন বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করে যাচ্ছি। আইন অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি নবীনগরের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে চাই। আমার লক্ষ্য নবীনগরকে একটি শিক্ষার শহর ও স্যাটেলাইট শহরে রূপান্তর করা।”
নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, মাহাবুব আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, জালাল উদ্দিন মনির, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের নবীনগর প্রতিবেদক পিয়াল হাসান রিয়াজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Comments