Image description

খুলনার ডাকবাংলা মোড়ে জাতীয় পার্টির (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে হামলার চেষ্টা করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দ্রুত ব্যবস্থায় হামলাকারীরা কার্যালয়ে প্রবেশ করতে পারেনি, তবে প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে ফেলে। পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু বলেন, “মিছিল এসে আমাদের কার্যালয়ে হামলার চেষ্টা করে, গেট ও সাইনবোর্ড ভাঙে। পুলিশ তাদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এসকে রাশেদ জানান, “জাতীয় পার্টি ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি। আমরা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছিলাম।”

প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হঠাৎ কার্যালয়ের সামনে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং সাইনবোর্ড ভাঙে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় তারা টায়ার জ্বালিয়ে স্লোগান দেয়, যা শহরের পরিবেশ ব্যাহত করে।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত।”