
সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর মমিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ছাতক কোর্ট পয়েন্ট এলাকায় থানার ওসি মো. শফিকুল ইসলাম খানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
আব্দুর মমিন নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে। অভিযানে এসআই মো. সাদেক, এসআই গোলাম সারোয়ার, এসআই মো. সিকান্দর আলী, এসআই মোহাম্মদ মোফাখখারুল ইসলাম, এসআই রোমেন মিয়া ও এএসআই শওকত আলীসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
ছাতক থানার ওসি মো. শফিকুল ইসলাম খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, “আব্দুর মমিনের বিরুদ্ধে নিয়মিত মামলার অভিযোগ রয়েছে। পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
Comments