Image description

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে বাকেরগঞ্জে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ।

শনিবার সন্ধ্যা ৭টায় যৌথভাবে আয়োজিত এ মিছিল পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. সজল মাহমুদ ও ছাত্র জনতার আরিফুর রহমান।

বক্তারা নুরের ওপর হামলার জন্য জাতীয় পার্টিকে দায়ী করে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান। পাশাপাশি আহত ভিপি নুরের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।