Image description

বৃহত্তর সিলেটবাসীর প্রতি রেলওয়ের বৈষম্যমুলক আচরণের প্রতিবাদে এবং আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে কুলাউড়া জংশন স্টেশনের প্লাটফর্মে ৩০ আগস্ট শনিবার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক ও প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাব সেক্রেটারি নাজমুল বারীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বা”চু,  জামায়াত নেতা রাজানুর রহিম ইফতেখার, আট দফা দাবি আন্দোলনের সমন্বয়ক আতিকুর রহমান আখই, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম চৌধুরী, আনম জামান চোধুরী, সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট আমিন উদ্দিন জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাকির হোসেন, পৌর জামায়াতের সভাপতি মোঃ রুহুল আমিন রইয়ব, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, সাবেক ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, প্রেসক্লাব সেক্রেটারি খালেদ পারভেজ বক্স, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, সাংবাদিক কল্যাণ প্রসুন চম্পু, বিএনপি নেতা সুরমান আহমদ, ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টু, আব্দুস শুকুর সরকুম, এইচডি রুবেল, ইউছুফ আহমদ ইমন, শামীম আহমদ, শেখ শহিদ উল্লাহ, শেখ সুমন, তাজুল ইসলাম, আজগর আলী ও আব্দুল মজিদ প্রমুখ।

সভায় আন্দোলনকারীরা আরও এক মাসের সময় বেঁধে দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে; সেপ্টেম্বর পর্যন্ত  ব্যাপক জন সমর্থন সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলি এবং সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে রেলযাত্রীদের সাথে মতবিনিময়। ১৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সংগঠনের সাথে মত বিনিময়। ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এক বিশাল গণ অনশন কর্মসূচি পালিত হবে। এছাড়া অক্টোবর মাসের শুরুতে ৮ দফা দাবি আদায় না হলে অবরোধের কর্মসূচি ঘোষণা করা হবে। 

বক্তারা বলেন, এটা সিলেটবাসীর ন্যায্য দাবি, ইতোমধ্যে সিলেট জুড়ে এই আন্দোলন বিস্তৃতি লাভ করেছে। দাবি  আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলন কঠোর থেকে কঠোরতম হবে।