Image description

ট্রেনের অজ্ঞান পার্টির মুল হোতা ফুল মিয়াকে (৪৮) আটক হয়েছে রেল পুলিশের হাতে। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুর এলাকার আব্দুস সামাদের ছেলে।

শনিবার ভোরে (৩০আগস্ট) ভোরে খুলনা থেকে চিলাহাটি আসার পথে সৈয়দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রেল পুলিশ জানায়, শনিবার ভোরে ওই ট্রেনে দুইজন যাত্রীকে জুস খাইয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালানোর সময় যাত্রীদের কাছে আটক হন। এ সময় যাত্রীদের চাপের মুখে তার কাছে থাকা অবশিষ্ট জুস খাওয়ানো হয় তাকে। জুস পান করে নিজেই অজ্ঞান হয়ে পড়েন ফুল মিয়া।

সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, অজ্ঞান ফুল মিয়াকে উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তার। এ ঘটনায় তার বিরুদ্ধে জিআরপি থানায় একটি মামলা হয়েছে।