Image description

দীর্ঘ ২০ বছরের বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন বরগুনা জেলা কৃষকদল সহ-সভাপতি ও আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক (জসিম) ফকির।

আজ দুপুরে বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ সড়কে উপজেলা জামায়াতের ইসলামী দলীয় কার্যালয়ে জামায়াত ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

জামায়াত ইসলামী আমতলী উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার দুপুরে আমতলী জামায়াত ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতিতে ফরম পূরণ করে দলে যোগদান করেন আবু বকর সিদ্দিক ওরফে জসিম ফকির। তিনি ২০০৫ সালে যুবদলের রাজনীতির মাধ্যমে বিএনপির সঙ্গে যুক্ত হন। গত ১০ বছর ধরে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, বরগুনা জেলা কৃষক দল সহ-সভাপতি ও উপজেলা কৃষকদল আহবায়কের দায়িত্ব পালন করেছেন। গত ১৬ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে ৮ টি মামলার আসামী হয়েছেন। গত বছর ৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের পর দলীয় কর্মকান্ড জোড়ালো ভালে শুরু করেন তিনি। কিন্তু দলের কিছু সিনিয়র নেতাদের দানবীয় কর্মকান্ড তিনি ক্ষুব্দ হন বলে অভিযোগ করেন জসিম ফকির। তার আরো অভিযোগ দলের সিনিয়র নেতাদের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলের হাইকমান্ডে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। তাই তিনি মনঃক্ষুণ্ণ হয়ে বিএনপি দলের সকল পদ থেকে পদত্যাগ করেন বাংলাদেশ জামাত ইসলামী দলে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী আমতলী উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, বরগুনা জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেন, প্রভাষক কবির হোসেন, মাহবুবুর রহমান মঈন পহলান, মোঃ আবুল হাসান মৃধা ও আবদুল খালেক প্রমুখ।

এ বিষয়ে জামায়াত ইসলামীতে সদ্য যোগদানকৃত আবু বকর সিদ্দিক ওরফে জসিম ফকির বলেন, জামায়াতে ইসলামীর নীতি আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে যোগদান করেছি। আমি বিএনপি থেকে পদত্যাগ করেছি, বাকি জীবন জামায়াত ইসলামীর রাজনীতির সাথে থাকব। 

জামায়াতে ইসলামীর আমতলী উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন বলেন, জামায়াত ইসলামী একটি শান্তিপ্রিয় ইসলামী রাজনৈতিক দল। যে কেউ আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগ দিতে পারেন। আজকে যুবদল নেতা আবুবকর সিদ্দিক (জসিম) ফকির আমাদের দলে যোগদান দিয়েছেন।

আমতলী উপজেলা যুবদল আহবায়ক কবির উদ্দিন ফকির বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, এ দলকে কেউ ভালোবেসে যোগদান করবে আবার কেউ সুফল ভোগ করতে না পেরে চলে যাবে। তাতে বিএনপির কিছুই আসে যায় না। তিনি আরো বলেন, উপজেলা বিএনপিতে দানবীয় শক্তি বলতে কিছুই নেই। এটা তার মনগড়া কথা।
  
উল্লেখ্য, আবু বকর সিদ্দিক ওরফে জসিম ফকির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত বুধবার একটি পোষ্টের মাধ্যমে তিনি বিএনপির সকল কার্যক্রম থেকে অব্যাহতি নেন।