Image description

নীলফামারী সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে (সা.) স্বাগত জানিয়ে এক বিশাল মোটরসাইকেল র‌্যালি বের করা হয়েছে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শুক্রবার (২৯ আগস্ট) জুমা নামাজের পর সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে ওই শোভাযাত্রার আয়োজন করে। 

এবারও শহরের শতাধিক মোটর সাইকেল, অটো রিকশা, পিকাপ নিয়ে কয়েক শতাধিক ধর্মপ্রাণরা ওই মোটর সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহন করেন। 

শহরের জিআরপি মোড় হতে শুরু হওয়া ওই শোভাযাত্রাটিতে অংশগ্রহনকারীরা কালেমা খচিত ধর্মীয় পতাকা বহন করেন। এ সময় ‘বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহসহ বিভিন্ন স্লোগানে শোভাযাত্রাটি সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন মসজিদ থেকে জুমা নামাজের পর শত শত মুসল্লী ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন অংগ সংগঠনসহ শহরের বিভিন্ন খানকাহ ও ধর্মীয় সংগঠনের শত শত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

মোটরসাইকেল শোভাযাত্রাটি শেষে শহীদ স্মৃতি অম্লান চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নাদিম আশরাফী, খালিদ আজম আশরাফী, খলিফা আসিফ আশরাফী, খলিফা পাপ্পু বাকশি, হায়দার আলী এমাদী সহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদের ইমাম খতিব সাহেবগন। 

পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে প্রতি বছর এই মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে আসছে। এবার আরও বেশি সংখ্যক মোটরসাইকেল অংশগ্রহন করে ওই শোভাযাত্রাটিকে সফল করে। পরে সালাতো সালামের পর দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।