Image description

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী অক্টোবরের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, এ লক্ষ্যে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে এবং আন্তর্জাতিক টার্মিনাল ভবনের ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শেখ বশিরউদ্দিন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং টার্মিনাল ভবনের কাজ পর্যবেক্ষণ করেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রাথমিকভাবে একটি আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে, পরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের জন্য টিকিটের মূল্য সহনীয় রাখার চেষ্টা চলছে।”

পরিদর্শনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।