
নীলফামারী জেলা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে বালিকাদের সপ্তাহব্যাপী কারাতে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডিয়াকনিয়ার অর্থায়নে এবং প্রাগ্রসরের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) আয়োজিত এই প্রশিক্ষণে ২৫ জন ছাত্রী অংশ নেয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রশিক্ষণে শেখা আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রুনা পারভীন। বক্তৃতা দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, ইউএসএস-এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান বিপ্লব, ইউএসএস-এর মনিটরিং কর্মকর্তা কুদ্দুছ সরকার এবং নারী-পুরুষ সমতা উন্নয়ন কর্মকর্তা সালমা আক্তার।
সালমা আক্তার জানান, “আত্মরক্ষার কৌশল শিখে বালিকাদের আত্মবিশ্বাসী ও সুরক্ষিত জীবন গড়ে তুলতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।” প্রশিক্ষণে আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীরা অংশ নিয়ে সফলভাবে কারাতে দক্ষতা অর্জন করেছে।
Comments