Image description

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মাহমুদুল হাসান।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে একটি কোচ লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাইনচ্যুত কোচ উদ্ধার করা হলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।