
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলায় যুবদলের মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর যুবদলের যৌথ উদ্যোগে বিলমাড়ীয়া মোহরকয়া এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক আবুল খায়ের একে। এছাড়া, আরও উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Comments