Image description

সিরাজগঞ্জের কাজিপুরে দুটি গুদাম থেকে প্রায় ১২ টন সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার মেঘাই এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেঘাই এলাকার মৃত আকবর আলীর ছেলে সাব্বির হোসেনের গুদাম থেকে ৮ হাজার ১৮০ কেজি এবং কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৩ হাজার ৫৭০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এই চালগুলো অবৈধভাবে দীর্ঘদিন ধরে মজুদ করে রাখা হয়েছিল। জব্দকৃত চালের বস্তাগুলোর গায়ে 'খাদ্য অধিদপ্তর' এবং 'নেট ওজন ৩০ কেজি' লেখা রয়েছে।

উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি গুদাম থেকে ৩০ কেজি ওজনের ২৭০টি বস্তা এবং ৫০ কেজি ওজনের ৭৩টি বস্তা উদ্ধার করা হয়েছে। যার মোট ওজন ১১ হাজার ৭৫০ কেজি। একই সঙ্গে গুদাম দুটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।