
পটুয়াখালীর বাউফলে পরকীয়ার জেরে ঊর্মী নামে এক তরুণীকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত মেয়ের বাবা, মা ও দুলাভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট রাত দেড়টার দিকে ঊর্মীর পরিবার নিখোঁজ নাটক সাজায়। দুই দিন পর ২৩ আগস্ট সকাল ৮টায় কুম্ভখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন রাতে ঊর্মীর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বাউফল থানায় অভিযোগ দায়ের করেন। তবে পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন ঊর্মীর মা আমেনা বেগম, বাবা নজরুল বয়াতি ও দুলাভাই কামাল হোসেন (৩২)।
ঘটনার সাত দিন পর গত মঙ্গলবার রাতে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেন। বুধবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, ঊর্মী তার মায়ের পরকীয়া সম্পর্ক দেখে ফেলেন। এর জেরে রাত দেড়টার দিকে মা আমেনা বেগম, বাবা নজরুল ও দুলাভাই কামাল মিলে ঊর্মীকে ব্যাপক মারধর করেন। একপর্যায়ে গলা টিপে হত্যা করে মরদেহ পাশের খালে ফেলে দেওয়া হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার পর থেকে এই তিনজন সন্দেহের তালিকায় ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছেন।”
Comments