Image description

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেছেন ড. মুদাব্বির হোসেন মুনিম। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। বুধবার (২৫ আগস্ট) বড়লেখা পৌরশহরের একটি রেস্তোরাঁয় পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার রাজনৈতিক জীবন, এলাকার উন্নয়নে পরিকল্পনা এবং দলের প্রতি তার অঙ্গীকার তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ড. মুদাব্বির হোসেন মুনিম বলেন, ১৯৮৭ সালে তিনি ঢাকা তিতুমীর কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক ছিলেন এবং ১৯৯১ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৯৮ সালে যুক্তরাজ্যে চলে যাওয়ার পর সেখানকার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে পেশাগত জীবন শুরু করেন। তারেক রহমানের নির্দেশে দীর্ঘ ১৭ বছর বিদেশে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। মানুষের কল্যাণে কাজ করতে এবং বড়লেখা ও জুড়ীর জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান বলে তিনি জানান।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়ন ফরম তুলেছিলেন এবং সিলেকশন বোর্ডের মুখোমুখি হয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নিয়ে ‘হৃদয়ে হৃদয়ে জিয়াউর রহমানের স্পর্শ’ নামে একটি বইও লিখেছেন, যা বাংলা ও ইংরেজি দুই সংস্করণেই প্রকাশিত হয়েছে।

ড. মুদাব্বির হোসেন মুনিম জানান, গত এক বছরে তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার ১৬টি ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে ৫ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন। তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পরামর্শে দলের নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের আর্থিক সহায়তাও দিয়েছেন। চলতি বছর পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে নিজ উদ্যোগে তিনি ৭ ফুট উচ্চতার নিম ও বারোমাসি কাঁঠালের চারা বিতরণ করেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি দলীয় মনোনয়ন নাও পান, তাহলেও তিনি আর যুক্তরাজ্যে ফিরবেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তিনি দেশে স্থায়ী হয়েছেন এবং দলের জন্য কাজ করে যাবেন। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলের যেকোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে তিনি তা পালনে প্রস্তুত বলে জানান। এমনকি এমপি না হলেও ৩০০ আসনেই দলের জন্য কাজ করার যথেষ্ট সুযোগ আছে বলে তিনি মনে করেন।

সংবাদ সম্মেলনে ড. মুদাব্বির হোসেন মুনিমের বড়বোন, কবি ও সাহিত্যিক দিল আফরোজ আমীন তার ছোটভাইকে বড়লেখা ও জুড়ীর জনগণের হাতে তুলে দিয়ে বলেন, "আমরা তাকে সবদিক থেকে উপযুক্ত ও যোগ্য করে গড়ে তুলেছি।" তিনি তার মেধা, দক্ষতা, যোগ্যতা ও মানবিকতাকে বিএনপির স্বার্থে কাজে লাগানোর জন্য আহ্বান জানান। এ সময় তার ভগ্নিপতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান রুহুল আমীনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।