ভূরুঙ্গামারীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলার ১০টি ইউনিয়নের মোট ২০০ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ, উপজেলা আইসিটি অফিসার আশরাফুল আলম, ইউআরসি ইনস্ট্রাকটর আশিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.এস. খোকন সরকার, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের প্রচার সম্পাদক রবিউল আলম লিটন এবং বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
Comments