Image description

খুলনার পাইকগাছায় শিশু চোরসহ ৪ জনকে আটক করেছে পুলিশ এবং ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ ও শিশু চোর জাওয়াদের (১৪) স্বীকারোক্তির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদের নির্দেশনায় এসআই শামিম রেজা ও এসআই সুমন আহমেদের নেতৃত্বে পুলিশ হাসপাতাল রোডের স্বজল দাশের ভাঙাড়ি দোকান থেকে ৫টি, তার পার্টনারের কাছ থেকে ২টি, পরে আরও ১টি এবং পাশের দোকান থেকে ১টি বাইসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত বাইসাইকেলগুলোর মধ্যে বেশিরভাগই নতুন, এবং এর মধ্যে স্থানীয় সাংবাদিক ফসিয়ার রহমানের ছেলে, এএসআই গোপাল চন্দ্র সাহার ছেলে গৌর সাহা, টিপু সাহেব ও মামলার এজাহারকারীর বাইসাইকেল রয়েছে।

পুলিশ জানায়, জাওয়াদ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হেলালের ছেলে। সে চুরি করা বাইসাইকেলগুলো স্বজলের ভাঙাড়ি দোকানে কম দামে বিক্রি করত। এ ঘটনায় স্বজল দাশসহ সিন্ডিকেটের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।

ওসি রিয়াদ মাহমুদ জানান, মামলা দায়ের করা হয়েছে এবং চোরাই সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। উদ্ধারকৃত বাইসাইকেলগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।