
ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করেছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) ঢাকা আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় কারখানার সামনে শ্রমিকদের আন্দোলন করতে দেখা যায়।
জানা যায়, উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় মম ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে অফিসে এসে গেঁটে তালা দেখতে পায় এবং কোন কারণ ছাড়াই ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়। আগে কোন নোটিশ বা মৌখিক কোন বার্তা না দিয়েই কারখানা কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেন। এতে মম ফ্যাশনের শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে। এতে করে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশ ও সেনাবাহিনী এসে শ্রমিকদের রাস্তা থেকে সড়িয়ে দেওয়া হয়। প্রায় দুপুর পর্যন্ত চলে এ আন্দোলন।
শ্রমিকদের দাবি, আগস্ট মাসের বেতন সহ শ্রম আইন অনুসারে চার মাসের বেতন প্রদান করতে হবে তা না হলে আমাদের আন্দোলন চলতে থাকবে।
Comments