জনসেবা নিশ্চিত করতে সাতকানিয়ায় ইউপি কার্যালয়ে ইউএনও'র আকস্মিক পরিদর্শন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের জনসেবা নিশ্চিত করতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।
সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে উপজেলার কাঞ্চনা,আমিলাইষ ও নলুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন তিনি।
এসময় কাঞ্চনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, দায়িত্বরত গ্রাম পুলিশ সিরাজুল ইসলাম অনুপস্থিত পাওয়ায় আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এসময় আমিলাইষ ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে নলুয়া ইউনিয়ন পরিষদের টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও।
এবিষয়ে কাঞ্চনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাজে সকাল থেকে উপজেলা পরিষদে ছিলাম।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন, তাদেরকে জানিয়ে আসলে তারা ফলফ্রুট আর ফুল নিয়ে সাজিয়ে রাখতো। তাৎক্ষণিক পরিদর্শন করছি যাতে মানুষ আসলে কেমন জনসেবা পাচ্ছে সেটা দেখার জন্য। আমাদের সেবা করার প্রয়োজন নাই, জনসাধারণের সেবা দরকার।
Comments