বীরগঞ্জে এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টায় দিনাজপুর জেলার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ ও এসডিএফ এর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় এসডিএফ দিনাজপুর জেলার ব্যবস্থাপক শাহ্ মো. শাহদৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা । প্রধান আলোচক হিসেবে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবু রাহাত মো. রকনুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইভলীহুড জেলা কর্মকর্তা আল-আমিন।
এছাড়াও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার নিলয় দাস, অমৃত সরকার, ক্লাস্টার অফিসার (৪নং ভোগনগর ইউনিয়ন ক্লাস্টার) তপন কুমার রায় এবং জেলা কর্মকর্তা ডা. মো. ওসমান গনি।
বক্তারা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উপকারভোগীদের জন্য এসডিএফ পরিচালিত কার্যক্রম ও এর সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
Comments