
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ৫৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। রবিবার রাতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার চারাভাঙ্গা মোড় এলাকা হতে ৫৩ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো উত্তর সুরমা এলাকার মৃত আবু শামার পুত্র শাহাব উদ্দিন ও গোয়ালনগর গ্রামের মৃত শিরু মিয়ার পুত্র মুছা মিয়া৷
সোমবার ( ২৫ আগষ্ট) বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা ৫৩ কেজি গাঁজা ও গাঁজার গুড়া বর্ণিত ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল। দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে মাধবপুর সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও গাঁজার গুড়া আনয়ন করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Comments