
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিয়েছে মিনিট্রাক। এ সংঘর্ষে চারজন নিহত ও আরও তিনজন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়ার ঝিলেরডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
তারা হলো- ইজিবাইক চালক মুজাহিজ মোড়ল (২৫) রুস্তম আলী খান (৬৪), রীনা বেগম (৪৭)। তাছাড়া নিহত অজ্ঞাত পুরুষের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Comments