ঘোড়াঘাটে ২১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী-পুরুষ আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ২১৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৩ হাজার ২০০ টাকা।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ২ নং পালশা ইউনিয়নের দামপাড়া বাঁশমুড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে ২০০ পিস ট্যাবলেট এবং পৌরসভার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা হোটেলের পিছনে অভিযান চালিয়ে ১৬ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন হাকিমপুর উপজেলার চকচকা রিকাবী গ্রামের মাহবুব আলম (৩৮) এবং ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ নয়াপাড়ার সাখেরা বেগম (৩৬)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটকদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
Comments