Image description

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগেছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়।

সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মদের বারটি লুটপাট হয়েছিল। বেশ কিছুদিন বন্ধ থাকার পর এটি সংস্কার করে পুনরায় চালু করা হয়।