নবীনগরে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির উদ্যোগে নবীনগর উপজেলার শিক্ষার্থীদের জন্য বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সুত্র জানায়, নবীনগর উপজেলার শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এবং নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর অনুরোধে শনিবার (২৩ আগস্ট ২০২৫) জেলা বাস মিনিবাস মালিক সমিতির এক জরুরি সভায় সিদ্ধান্ত হয়, নবীনগর উপজেলার শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করলে স্থানীয় সকল লোকাল বাস ও মিনিবাসে নির্ধারিত ভাড়ার অর্ধেক ভাড়া প্রদান করেই যাতায়াত করতে পারবেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবীনগরের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শিক্ষার্থীদের ভাড়া সংক্রান্ত বিষয়ে চালক ও হেলপারদের সচেতন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Comments