
কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে। নিজেদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয় তাদের।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে দাফন কাজ শেষ হয়। এর আগে, রাত ১১টায় হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাত ৮টার দিকে ময়নামতি হাইওয়ে থানা থেকে মরদেহগুলো নিয়ে যান স্বজনরা। লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর বেপারী বাড়িতে। সেখানে পৌঁছানোর পর দূরদূরান্ত থেকে শতাধিক লোকজন ছুটে আসেন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
প্রসঙ্গত, শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নূরজাহান এলাকার ইউটার্নে প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে নিহত হন একই পরিবারের চারজন।
নিহতরা হলেন-কুমিল্লার বরুড়া উপজেলার পয়েল গাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। বড় ছেলে আবুল হাসেম গাড়িটি চালাচ্ছিলেন। তারা ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Comments